|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবি উপজেলা নির্বাচনেশ্বশুর জামাই সহ চেয়ারম্যান পদে ৬ প্রার্থীর মনোয়নয়ন পত্র জমা
প্রকাশের তারিখঃ ২২ এপ্রিল, ২০২৪
জয়পুরহাটে পাচঁবিবিতে উপজেলা পরিষদ নির্বাচনে আপন শ্বশুর জামাই সহ চেয়ারম্যান পদে ৬জনওভাইস-চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
২১ এপ্রিল রোববার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে অনলাইনে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা বলে জানান পাঁচবিবি নির্বাচন অফিস। আগামী ২১ মে দ্বিতীয় ধাপে পাঁচবিবি উপজেলা পরিষদের এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন,জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বকর ছিদ্দিক মন্ডল, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও আয়মারসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল আলমবেনু,উপজেলাআওয়ামীলীগেরযুগ্মসাধারণসম্পাদক শিক্ষক সুমন চৌধুরী, কুসুম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, শহীদ জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় সদস্য শাহ কামাল রাসেলের স্ত্রী ও শিখা ফাউন্ডেশনের চেয়াম্যান বিশিষ্ট সমাজ সেবী সাবেকুন নাহার শিখা এদের মধ্যে আবু বকর ছিদ্দিক মন্ডল ও সুমন চৌধুরী আপন শ্বশুর জামাই বলে জানিয়েছেন স্থানীয়রা । তবে একই পদে আপন শ্বশুর জামাই প্রতিদ্বন্ধিতা করায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে কৌতুহল সৃষ্টি হয়েছে । এদিকে, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উপজেলা আওয়ামীলীগের (প্রস্তাবিত কমিটি) যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক কল্যাণ ইউনিয়নের সাধারণ সম্পাদক খালেকুল ইসলাম বকুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আকরাম হোসেন তালুকদার, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ আলম জুয়েল ও কুসুম্বা ইউপির সাবেক সদস্য অহিদুজ্জামান চৌধুরী অহিদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি, জেলা পরিষদের সাবেক সদস্য রেবেকা সুলতানা, তামান্না বেগম ও মৌসুমী আকতার। ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৪-২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭-২৯ এপ্রিল, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩০ এপ্রিল । প্রতীক বরাদ্দ ২ মে এবং ভোটগ্রহণ হবে ২১ মে। উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রউফ জানান, উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৪ হাজার ৬৪৬ জন। এর মধ্যে নারী ভোটার ১ লক্ষ ২ হাজার ৬১৮ জন, পুরুষ ভোটার ১ লক্ষ ২ হাজার ২৫ জন তৃতীয় লিঙ্গের ভোটার ০৩ জন ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.