|| ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
দাকোপে সাংসদ ননীগোপাল মন্ডলের রোগমুক্তি কামনা করে প্রার্থনা সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২২ এপ্রিল, ২০২৪
খুলনার দাকোপ উপজেলায় তিলডাঙ্গাইউনিয়নে কামিনী বাসিয়া সার্ব্বজনীন দোলখোলা শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর পূজা মন্ডবে খুলনা ১আসনের সাংসদ ননীগোপাল মন্ডলের শারীরিক সুস্হাকামনা করে বিবৃতি প্রদান করা হয়েছে।
২০ শে এপ্রিল শনিবার সন্ধ্যার দিকে কামনি বাসিয়া সার্ববজনীন দোলখোলা বাসন্তী দুর্গা দেবীর পূজা মন্ডপে বিশেষ প্রার্থনা সভার মধ্যদিয়ে বিবৃতি প্রদান করা হয়।
পূজার সম্মানিত সভাপতি পরমহংস সরদার সাধারণ সম্পাদক সঞ্জয় সানা কোষাধ্যক্ষ তপন সরকার ইউ, পি সদস্য ক্ষিতীশ গোলদার উপদেষ্টা মন্ডলীর সদস্য সহ সকল পূজা কমিটির সকল সদস্য বৃন্দ দাকোপ বটিয়া ঘাটার খুলনা ০১ আসন থেকে নির্বাচিত মহান জাতীয় সংসদ সদস্য সকলের প্রিয় আস্থাভাজন জননেতা শ্রী ননীগোপাল মণ্ডল মহোদয়ের শারীরিক অসুস্থা কারনে কামিনী বাসিয়া বাসন্তী দুর্গা মন্দিরে তাঁর
এরোগ্ মুক্তি কামনা করে এবং এক মিনিট নীরবতা পালন করাহয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.