|| ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৬ হিজরি
২৩ নাবিকসহ দুবাইয়ের আল হামরিয়া বন্দরে পৌঁছাল এমভি আবদুল্লাহ
প্রকাশের তারিখঃ ২১ এপ্রিল, ২০২৪
২৩ নাবিকসহ দুবাইয়ের আল হামরিয়া বন্দরে পৌঁছাল এমভি আবদুল্লাহ/
জিম্মিদশা থেকে মুক্তির এক সপ্তাহ পর ২৩ নাবিকসহ বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে পৌঁছেছে। রোববার (২১ এপ্রিল) বিকেল ৪টায় জাহাজটি দুবাইয়ের আল হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছায়।
জাহাজের অবস্থান নির্ণয়কারী বৈশ্বিক সংস্থা মেরিন ট্রফিকের তথ্য অনুযায়ী, শনিবার রাতে এমভি আবদুল্লাহ ওমান সাগর পাড়ি দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে। জাহাজটির অবস্থান ও গতিবেগ অনুযায়ী, বাংলাদেশ সময় রোববার (২১ এপ্রিল) বিকেল ৪টায় এটি দুবাইয়ের আল হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছায়।
প্রসঙ্গত, গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মির ৩৩ দিন পর মুক্ত হয় এমভি আবদুল্লাহ। মুক্তির পর সোমালিয়া উপকূল থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা হয় এমভি আবদুল্লাহ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.