|| ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
নির্দেশনা অমান্য করে পাঠদান চালাচ্ছে কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ
প্রকাশের তারিখঃ ২১ এপ্রিল, ২০২৪
সরকারি নির্দেশনা না মেনে লক্ষ্মীপুরে ১টি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম চলছে। প্রতিষ্ঠানটি হলো লক্ষ্মীপুর কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ। প্রচণ্ড দাবদাহের কারনে সরকারের নির্দেশ অনুযায়ী জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখলেও পাঠদান চালিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি। এই গরমে স্কুলে আসায় বিরক্ত শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, সকল স্কুল বন্ধ। শুধু মাত্র আমাদেরটা খোলা। এত গরমে ঘর থেকে বের হওয়া যায় না, সেখানে ক্লাস করবো কিভাবে। যে কোন সময় অসুস্থ্য হয়ে যেতে পারি।
অধ্যক্ষ নুরুল আমিন জানান, পাঠদান বন্ধ রাখলে শিক্ষার্থীদের ক্ষতি হবে। তাই স্বাস্থ্য সুরক্ষার সকল বিষয় নিশ্চিত করে ক্লাস নেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটি ট্রাষ্টি বোর্ড দ্বারা পরিচালিত হওয়ায় সরকারের নির্দেশ না মানলে চলে বলে জানান অধ্যক্ষ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.