|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
ফরিদপুরে জাতীয় শ্রমিক লীগের যৌথ সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২০ এপ্রিল, ২০২৪
ফরিদপুরে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার রাতে শহরের আলিপুর হাসিবুল হাসান লাভলু সড়ক প্রঙ্গনে আওয়ামী লীগের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি গোলাম মোহাম্মদ নাছিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক লীগ সাধারণ সম্পাদক ও ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইমান আলী মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান হিরু, অর্থ সম্পাদক ইউনুস আলী প্রামানিক, কোতোয়ালি থানা শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মিঠু মিয়া, শহর শ্রমিক লীগের আহ্বায়ক ও ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মোবারক খলিফা,সহ প্রমূখ।
সভায় বক্তারা বলেন,আগামী ৮ ই মে অনুষ্ঠিতব্য ফরিদপুর সদর উপজেলা নির্বাচনে জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা ইমান আলী মোল্লা কে বিজয়ী করার জন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। বক্তারা বলেন ইমান আলী মোল্লা নির্বাচিত হলে শ্রমিকদের পক্ষে এবং সাধারণ জনগণের পক্ষে কাজ করবেন। অনুষ্ঠানে জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে নির্বাচন সমন্বয়ক হিসেবে ঘোষণা করা হয়। এ সময় শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.