|| ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে মেসি-মোটরসাইল মুখোমুখি সংঘর্ষ, নিহত-১
প্রকাশের তারিখঃ ২০ এপ্রিল, ২০২৪
জয়পুরহাটের পাঁচবিবিতে মেসি টাক্টরের মুখোমুখি সংঘর্ষে মাহবুব হোসেন (৩৫) নামের এক দুধ ব্যবসায়ী নিহত হয়েছে। আজ শনিবার বেলা দেড়টায় উপজেলার পাঁচবিবি-কামদিয়া সড়কের দানেজপুর এলাকার এ দূর্ঘটনা ঘটে। নিহত মাহবুব উপজেলার কুসুম্বা ইউনিয়নের জয়হার গ্রামের মোজাহার আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাহাবুব প্রতিদিনের মত মোটরসাইকেল যোগে বিভিন্ন গ্রাম থেকে গাভীর দুধ সংগ্রহ করে পাঁচবিবি বাজারে বিক্রয় করতে আসার সময় পাঁচবিবি-কামদিয়া সড়কের দানেজপুর এলাকায় পৌছিলে সামনে দিক থেকে দ্রæত গতিতে আসা মেসির সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হলে ঘটনাস্থলেই সে নিহত হন। এ সময় ঘাতক মেসির ড্রাইভার পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মেসি আটক করেন।
পাঁচবিবি থানার ওসি তদন্ত হাবিবুর রহমান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.