|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে পুকুরের পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু
প্রকাশের তারিখঃ ২০ এপ্রিল, ২০২৪
জয়পুরহাটের পাঁচবিবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিয়ারুল কায়সার (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার ২০ এপ্রিল ভোর রাতে উপজেলার কুসুম্বা ইউনিয়নের রহমতপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি ঐ গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য ফরিদুল ইসলাম জানান, “পুকুরের পানি সেচ দিয়ে মাছ ধরার জন্য শনিবার ভোররাতে বৈদ্যুতিক মটরের সুইচ দেন। কিন্তুু মটরের পানি না ওঠার কারনে তিনি মটরের তার চেক করতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। পরে পরিবারের লোকজন পুকুর পাড়ের মাটিতে পড়ে থাকতে দেখে, মরদেহ বাড়িতে নিয়ে আসেন।
পাঁচবিবি থানার ওসি তদন্ত হাবিবুর রহমান- বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.