|| ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে রজব, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে পাঁচটি চোরাই গরু উদ্ধার সহ আটক তিন
প্রকাশের তারিখঃ ১৯ এপ্রিল, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের বিশেষ অভিযানে পাঁচটি চোরাই গরু ও গরু চোর চক্রের তিন সদস্যকে দেশীয় তৈরী একটি এলজি এবং দুই রাউন্ড কার্তুজ, একটি তালা কাটার মেশিন সহ আটক করেছে পুলিশ। চোরাই গরু বহনে পিকআপটিও জব্দ করা হয়েছে। যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-১৪-৯৮৭৫। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত ১২টার দিকে উপজেলার পৌরসদরস্থ সারেং পাড়া আহাম্মদ ডাক্তার সড়কের পূর্ব পাশে ব্রীজের উপর হতে তাদেরকে আটক করে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার চকরিয়া থানার লক্ষ্যারচর আমান পাড়া ১নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আমির হোসেনের পুত্র মোঃ মুবিন উদ্দিন (৩২), একই থানার ৩নং ওয়ার্ডের পশ্চিম ভাটাখালী,তরছঘাটা এলাকার নবাব মিয়ার পুত্র মোঃ সোহেল (২৪) ও চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের ভাড়ামুড়ি কালু সর্দার বাড়ীর বর্তমান ঠিকানা চট্টগ্রাম জেলার চকবাজার থানার গাইস্যাপাড়া আসলাম কলোনীর বাসিন্দা দেলোয়ার হোসেনের পুত্র মোঃ আব্দুল শুক্কুর (৩৪)। এবিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তিন জন গরু চোরকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী অস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও পাঁচটি চোরাই গরু উদ্ধার করা হয়। সাথে চোরাই গরু বহনকারী একটি পিকআপও জব্দ করা হয়েছে। এঘটনায় সীতাকুণ্ড মডেল থানার মামলা নং-২৫(০৪), ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড, মামলা নং-২৬, ধারা-১৮৭৮ অস্ত্র আইন ১৯ এ, এবং মামলা নং-২৭, ধারা-৪১৩ পেনাল কোড দায়ের করে আটককৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.