|| ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে রজব, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে বিএসটিআই এর অনুমোদনবিহীন খাবার পানি সরবরাহ করায় আরএম ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
প্রকাশের তারিখঃ ১৮ এপ্রিল, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএসটিআই এর অনুমোদনবিহীন খাবার পানি সরবরাহ করার দায়ে একটি প্রতিষ্ঠানকে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার ৫নং বাড়বকুণ্ড ইউনিয়নের এসকেএম গেইট সংলগ্ন এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে এবং বিএসটিআই এর অনুমোদন না নিয়ে পানি বোতলজাতকরণ ও সরবাহের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী আরএম ড্রিংকিং ওয়াটার নামক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন বিএসটিএই কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, ফিল্ড অফিসার (সিএম), অভিযানে সার্বিক সহযোগীতায় ছিলেন সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন বলেন, এসকেএম গেইট এলাকায় অনুমোদনবিহীন পানি সরবরাহ করার দায়ে আরএমও ড্রিংকিং ওয়াটার নামক একটি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.