|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর শুভ উদ্বোধন
প্রকাশের তারিখঃ ১৮ এপ্রিল, ২০২৪
প্রাণিসম্পদে ভরবো দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৪ উদ্বোধনী অনুষ্ঠান আজ ১৮ এপ্রিল বুধবার বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। পাঁচবিবি উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত এ সেবা সপ্তাহ বিটিভির মাধ্যমে সারা বাংলাদেশে একযোগে শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা । এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি সহকারি কমিশনার (ভূমি) মারুফ আফজাল রাজন। প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা:সেলিম জাহাঙ্গীর সৌরভের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা পানি সম্পদ কর্মকর্তা ডা: মোঃ নিয়ায কাযমীর রহমান। আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান প্রমুখ। শেষে খামারি উদ্যোক্তাদের প্রদর্শনীতে বসা বিভিন্ন পশু পাখির ২৫টি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.