|| ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
গাজীপুরে সাংবাদিকের বাসায় চুরি,DBO-TV
প্রকাশের তারিখঃ ১৬ এপ্রিল, ২০২৪
গাজীপুরের সদরে সামান্তপুরে এক সাংবাদিকের বাসায় চুরি হয়েছে।
এ ব্যাপারে সোমবার (১৫ এপ্রিল) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।এজাহার সূত্রে জানা যায়, গত (১৪ এপ্রিল) রবিবার দিবাগত রাত আড়াইটা থেকে সাড়ে চারটার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা সাংবাদিক মোঃ ছানাউল্যাহ নূরীর সামান্তপুরস্থ বাসায় চুরি করে।
তখন সাংবাদিক স্বপরিবারে পাশের রুমে ঘুমিয়ে ছিলেন। তার স্ত্রী ভোর বেলা ফজরের নামাজ আদায়ের জন্য উঠলে বাড়ির দ্বিতীয় তলার প্রধান দরজা ও দক্ষিণ পার্শ্বের দরজা খোলা এবং রুমের জিনিসপত্র এলোমেলো অবস্থায় ও স্টিলের আলমারির তালা ভঙ্গা অবস্থায় দেখতে পান।
এ সময় তার ডাক-চিৎকারে সাংবাদিক ঘুম থেকে জেগে উঠে চুরির বিষয়টি টের পান।চোরেরা তার জাতীয় পরিচয়পত্রের মূল কপি, নগদ টাকা, জুতা, জামা, শাড়ি, ইলেক্ট্রনিক্স পণ্য, মোবাইল ফোন সেট ও স্বর্ণালংকার সহ আড়াই লাখ মালামাল নিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সদর থানার ২৯নং পুলিশিং বিটের দায়িত্বরত কর্মকর্তা এসআই উজ্জ্বল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ঘটনার সত্যতা পেয়েছেন বলে জানিয়েছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.