|| ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে রজব, ১৪৪৬ হিজরি
মীরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে ১৩ জনের মনোনয়ন পত্র দাখিল
প্রকাশের তারিখঃ ১৫ এপ্রিল, ২০২৪
মীরসরাই উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষ্যে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৬ জন প্রার্থী এখন পর্যন্ত অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন৷ তারা হলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, করেরহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, বারইয়ারহাট পৌরসভার সাবেক মেয়র জালাল উদ্দিন , উত্তম কুমার শর্মা ও মোহাম্মদ মোস্তফা।উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৪ জন প্রার্থী এখন পর্যন্ত অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন৷ তারা হলেন শেখ সেলিম, সাইফুল ইসলাম, সালাহ উদ্দিন আহম্মদ ও মোহাম্মদ সাইফুল আলম।এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩ জন প্রার্থী এখন পর্যন্ত অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন৷ তারা হলেন, বিবি কুলছুমা চম্পা, ইসমত আরা ফেন্সি ও উম্মে কুলসুম কলি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.