|| ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে রজব, ১৪৪৬ হিজরি
ফরিদপুরে রেলমন্ত্রীকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৫ এপ্রিল, ২০২৪
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রেলমন্ত্রী জিল্লুর হাকিম ফরিদপুর আশায় তাকে
সংবর্ধনা দিয়ে বরণ করেছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ। পরে মন্ত্রীর সাথে জেলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের সভাপতি শামীম হকের সভাপতিত্বে
আজ সোমবার বিকেল ৩টায় ফরিদপুর সদর উপজেলার মাচচর ইউনিয়ন জেলা আওয়ামী লীগের সভাপতির নিজস্ব প্রতিষ্ঠা হল্যান্ড চাইল্ড হাউসে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় প্রধান ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলমন্ত্রী জিল্লুর হাকিম,আর ও উপস্থিত ছিলেন
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অমিতাভ বোস,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক মোল্লা,সহ সভাপতি সৈয়দ মাসুদুল হক, সহ সভাপতি মাইন উদ্দিন আহমেদ মানু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম ইসাহাক,ফরিদপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার,জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক কে এম খায়রুদ্দিন মিরাজ, ফরিদপুর পৌর আওয়ামী লীগের আহবায়ক সাঈদউদ্দিন আহমেদ সাঈদ, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম মৃধা,সাধারন সম্পাদক সামসুল আলম চৌধুরী জাতীয় শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাছির সহ প্রমূখ।
মন্ত্রী বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর থেকে রেলওয়ের উন্নয়ন নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ফরিদপুর রেলওয়ের সমস্যা সমাধান দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে আশাবাদ ব্যক্ত করেন।
উপস্থিত বক্তরা বলের,বৃহত্তর ফরিদপুর দীর্ঘদিন পরে একজন যোগ্য ও বলিষ্ঠ রেলমন্ত্রী পেয়েছেন। ফরিদপুর রেলওয়েতে যত সমস্যা farud রয়েছে আশারাখি মাননীয় মন্ত্রী মহাদয় চিহ্নিত করে সমাধান করে দিবেন। পাশাপাশি দলীয় কার্যক্রম ও ফরিদপুরে উন্নয়নের দিকে সুনজর দিবেন।
আলোচনা সভা শেষে হল্যান্ড চাইল্ড হাউসে থাকা অসহায় এতিম শিশুদের সাথে মন্ত্রী পরিচিত হন ও তাদের সকলের খোঁজ খবর নেন। এদের দেখে মন্ত্রী আনন্দে বিমোহিত হয়ে পড়েন। এবং জেলা আওয়ামী লীগের সভাপতি কে ধন্যবাদ প্রদান করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.