|| ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৬শে রজব, ১৪৪৬ হিজরি
ফরিদপুরে নানা আয়োজনে বাংলা নববর্ষ- ১৪৩১উদযাপন
প্রকাশের তারিখঃ ১৫ এপ্রিল, ২০২৪
বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে আজ রবিবার সকালে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে এক মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আরম্ভস্থলে এসে শেষ হয়।
এরপর আলোচনা অনুষ্ঠিত হয়, উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুর রহমান, ফরিদপুর-০২ আসনের মাননীয় সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী, ফরিদপুর-০৩ আসনের সংসদ সদস্য একে আজাদ,ফরিদপুর-০৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মিসেস ঝর্না হাসান,পুলিশ সুপার মোঃ মোর্শেদ আলম, জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক,সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লাসহ বিভিন্ন সরকারী -বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা,
আলোচনা সভায় বক্তারা বলেন যে, বাঙালির জীবনে বৈশাখ মাসের এই প্রথম দিনটি কেবল বর্ষ শুরুর সূচনা দিনেই সীমিত নয়। নতুন বছরের নতুন দিনটি উদ্যাপিত হয় সবচেয়ে বড় উৎসবের উপলক্ষ হিসেবে। ঋতুভিত্তিক এই অসাম্প্রদায়িক উৎসবে অংশ নেন দেশের ধর্ম, বর্ণ, গোত্র, ধনী, নির্ধন–নির্বিশেষে সব শ্রেণী-পেশার মানুষ। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাভাষী মানুষও সেসব দেশে তাঁদের সামর্থ্য অনুযায়ী পয়লা বৈশাখে নববর্ষ উদ্যাপনের উৎসব আয়োজন করছেন।ফলে পয়লা বৈশাখের এই উৎসব হয়ে উঠেছে বাঙালির জাতিসত্তা ও সংস্কৃতি উদ্যাপনের এক বিপুল বর্ণাঢ্য মহোৎসব। বক্তারা নতুন বছরে, নতুন দিনের এই উদ্যাপনে পুরোনো বছরের ব্যর্থতার গ্লানি, অক্ষমতার আক্ষেপ কাটিয়ে নতুন উদ্যমে দেশ, জাতি, সমাজ ও ব্যক্তিজীবনের সমৃদ্ধি অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান চলমান অনুষ্ঠিত হবে
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.