|| ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৬শে রজব, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৬ তম আবির্ভাব বর্ষ ও ধর্ম সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৫ এপ্রিল, ২০২৪
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সুলতানপুর আশ্রমে গত শনিবার দিনব্যাপী শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৬ তম আবির্ভব বর্ষ ও ধর্ম সভা এবং শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন আশ্রম সভাপতি কমলা মিঞ্জি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ আলহাজ্ব সামছুল আলম দুদু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, ট্রাস্টি বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাস্ট স্বপন কুমার রায়, প্রাক্তন সম্পাদক হিমায়েতপুর, পাবনা রঞ্জন কুমার সাহা, সিনিয়র সহ-সভাপতি হিমায়েতপুর, পাবনা যুগল কিশোর ঘোষ, পীযূস কান্তি ঘোষ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুনীল কুমার রায়, কালাই উপজেলা ঐক্য পরিষদের সভাপতি মনিষ চৌধুরী, হিলি উপজেলা ঐক্য পরিষদের সভাপতি জনার্দন রায়, আশ্রম সম্পাদক গৌর কুন্ডু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পরমেশ্বর মাহাতো।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.