|| ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে রজব, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
প্রকাশের তারিখঃ ১৫ এপ্রিল, ২০২৪
জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনের ধাক্কায় মোঃ সেলিম (৩৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।আজ সোমবার দুপুরে পাঁচবিবি রেল স্টেশনে এ দূর্ঘটনা ঘটে। নিহত যুবক নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার গোলাহাট গ্রামের জয়নাল আবেদীনের পুত্র।
পাঁচবিবি থানার এসআই সুশান্ত কুমার রায় জানান, “রাজশাহীর একটি বিয়ের অনুষ্টান থেকে সেলিম সহ একদল বরযাত্রী রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে করে সৈয়দপুর ফিরছিল। ট্রেনটি পাঁচবিবি স্টেশনে পৌঁছে, ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনকে ক্রসিং করার জন্য পাঁচবিবি রেলশেষ্টনে ১ নম্বর প্লাটফর্মে অপেক্ষা করছিল। এসময় সেলিম ট্রেন থেকে নেমে পূর্ব পাশে আখের রস খাওয়ার জন্য যায় ।
এসময় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের হর্নের শব্দ শুনে নিজ ট্রেন ছেড়েছে মনে করে লাইন পার হয়ে আসার সময় দ্রুতগতিতে আসা কুড়িগ্রাম এক্সপ্রেসের ইঞ্জিনের সাথে ধাক্কা খেয়ে লাইন থেকে ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.