|| ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৬শে রজব, ১৪৪৬ হিজরি
নবীনগরে খাল থেকে মাথার খুলি উদ্ধার
প্রকাশের তারিখঃ ১৫ এপ্রিল, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি খাল থেকে দেহ থেকে বিচ্ছিন্ন হওয়া একটি মাথা উদ্ধার করা হয়েছে। রোববার ( ১৪ এপ্রিল) দুপুরে উপজেলার বিটঘর গ্রামের উত্তর পাড়া খাল থেকে দেহ বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে পুলিশ।
শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ, এসআই আক্কাস আলী রুবেল বলেন,দুপুরে বিটঘর উত্তর পাড়া একটি খালে দেহ বিচ্ছিন্ন মাথা দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেহ বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে। তিনি আরও জানান, গত ১১ ফেব্রুয়ারি সকালে একয় গ্রামের একটি পুকুর থেকে শরীর থেকে বিচ্ছিন্ন এক নারীর দুই পা উদ্ধার করে পুলিশ। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এই মাথা ঐ নারীর হতে পারে। মাথা টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে।
এর আগে গত ৩১ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সেন্দ গ্রামের একটি পুকুর পাড়ে লাগেজ উদ্ধার করে পুলিশ। সেই লাগেজে ছিল মাথা ও দুই পা বিচ্ছিন্ন থাকা একটি মরদেহ। পরিচয় সনাক্ত করতে কাজ করে যাচ্ছে পুলিশ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.