|| ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৬শে রজব, ১৪৪৬ হিজরি
দুবাই প্রবাসীরা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ইয়াকুব সৈনিক এর বাসভবনে
প্রকাশের তারিখঃ ১৫ এপ্রিল, ২০২৪
ঈদ মানে আনন্দ,ঈদ মানে আত্মার পরিশুদ্ধি, ধনী-গরিব,উঁচু-নিচু সব ভেদাভেদ ভুলে গিয়ে সৌহার্দ্য ও সংহতি প্রকাশের এক উদার মহোৎসবের উৎসব।
সংযুক্ত আরব আমিরাতে সুপ্রতিষ্ঠিত সংগঠন বাংলাদেশ সমিতি দুবাইয়ের সিনিয়র সহ-সভাপতি, কেবিএন গ্রুফ অব কোম্পানীর চেয়ারম্যান, আলোচিত নিউজ এশিয়ার চেয়ারম্যান, মানবতার ফেরিওয়ালা, গণমাধ্যম কর্মীদের আইকন, মানবিক মানুুষ চট্টগ্রামের কৃতি সন্তান আলহাজ্ব ইয়াকুব সৈনিক নিজ বাসভবনে প্রতি বছরের মতো এবারও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
ঈদের দিন সকাল থেকে প্রবাসী শ্রমিক,ব্যবসায়ী নেতৃবৃন্দ,কমিউনিটি নেতা,বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ ও আমিরাতের সকল গণমাধ্যমকর্মী তার বাসায় ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত সকলেই প্রবাস ও দেশে ঈদ উদযাপন নিয়ে নানা স্মৃতিচারণ করেন।
আলহাজ্ব ইয়াকুব সৈনিক বিভিন্ন শ্রেনীর মানুষের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি আপ্যায়নের ব্যাবস্থা করেন। প্রবাসে ভবিষ্যৎ কার্যক্রম সুন্দর সফল ও সার্থক হওয়ার জন্য তিনি সকলের দোয়া চেয়েছেন।
এসময় উপস্থিতি বিভিন্ন গণমাধ্যম কর্মী ও বিভিন্ন বিন্দু বক্তব্য রাখেন।
বক্তব্যকালে তারা বলেন এ যেন ঈদ নয় একটি মধুর মিলন মেলা প্রতিবছরই আমরা এই ইয়াকুব সৈনিকের বাসায় এসে ঈদের আমেজগুলো আরো উপভোগ করতে পারি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির ইউ এ-ই'র সকল সদস্যবৃন্দ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.