|| ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে রজব, ১৪৪৬ হিজরি
উপজেলা নির্বাচন প্রথম ধাপে ১৮৯১ মনোনয়ন পত্র দাখিল
প্রকাশের তারিখঃ ১৫ এপ্রিল, ২০২৪
প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন
পত্র দাখিলের শেষ সময় আজ সোমবার।উপজেলা
পরিষদ নির্বাচনে এবারই শুধু অনলাইনে অনলাইনে
মনোনয়ন পত্র জমা নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)চার ধাপের এই নির্বাচনে প্রথম ধাপে ১৫২ উপজেলা উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে। তফসিল অনুযায়ী, এই ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই।
১৭ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল।প্রথম ধাপের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তা আর সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে উপজেলা ও নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদন আপিল কর্তৃপক্ষ হিসেবে জেলা প্রশাসক নিষ্পত্তি করবেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.