|| ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে রজব, ১৪৪৬ হিজরি
ঈদ ও নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী শিখা
প্রকাশের তারিখঃ ১৫ এপ্রিল, ২০২৪
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন শিখা ট্রাস্ট ফাউন্ডেশনের নির্বাহী চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা। নির্বাচনকে সামনে রেখে একাধিক চেয়ারম্যান, পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা উপজেলার সর্বোত লিফলেট বিতরণ ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। নির্বাচনে জয়ের আশায় প্রার্থীরা সাধারন ভোটারের নিকট যাচ্ছেন সালাম আদাব দিচ্ছেন ও কুশুল বিনিময় করছেন। নির্বাচনী প্রচারনা হিসাবে মুঠোফোনে ক্ষুদে বার্তা প্রেরণ ও জনপ্রিয় ফেসবুক প্লাটর্ফমও ব্যবহার করছেন অনেকেই। একইসঙ্গে উপজেলার গুরত্বপূর্ন এলাকায় লিফলেট বিতরণ সহ গণসংযোগ চালাচ্ছেন। সাধারন ভোটারদের প্রার্থীরা নানান রকম উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে আগামী পাঁচ বছর সেবা করার সুযোগ পেতে সবার দোয়া সহযোগিতা ও আর্শিবাদ কামনা করছেন। রবিবার বিকালে শিখা কর্মি সর্মথকদের সঙ্গে নিয়ে উপজেলার বাগজানা বাজার ও সীমান্ত এলাকা চৌমূহনী মোড়ের বাজারের দোকানদার, হাটুরে ভ্যান-রিক্সসার যাত্রী-চালক ও সাধারন ভোটারদের ঈদ ও পহেলা বৈশাখের শুভেচ্ছা বিনিময়েরে পাশাপাশি আগামীতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসাবে একটি করে ভোট প্রার্থনা করেন তিনি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রউফ বলেন, উপজেলায় ২’লক্ষ ১২’হাজার ৬’জন ভোটার আছে, তবে হালনাগাদ নতুন কিছু ভোটার বৃদ্ধি হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.