|| ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৬শে রজব, ১৪৪৬ হিজরি
আজ পহেলা বৈশাখ ১৪৩১
প্রকাশের তারিখঃ ১৫ এপ্রিল, ২০২৪
বাঙালির ১২ মাসে ১৩ পর্বণ।তার মধ্যেই অন্যতম পয়লা বৈশাখ।বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখ।নতুন বঙ্গাব্দকে আহ করার দিন। তাই স্বাভাবিক ভাবেই এই দিনটির সঙ্গে বাঙালির আবেগ ভাবনা ও উচ্ছাস জড়িয়ে রয়েছে।
নতুন বঙ্গাব্দকর আহবান করার দিন তাই স্বাভাবিক ভাবে এই দিনটির সঙ্গে বাঙালির আবেগ ভাবনা উচ্ছাস জড়িয়ে। আকবরের আমলের করআদায়ের একটি ক্যালেন্ডারেই রমরমা শুরু পয়লা বৈশাখের। বাঙালির নতুন বছর সেই তারিখপঞ্জিরই উদযাপন। ইতিহাসবিদেরা বেশির ভাগই এক মত, বাঙালি যতই দুই দেশে ভেঙে আলাদা হোক, পয়লা বৈশাখের আবেদনে অন্তত হিন্দু, মুসলিমে ভেদ নেই।পয়েলা বৈশাখ নববর্ষ নামেও পরিচিত।বাংলা নববর্ষ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পাশাপাশি সারা বিশ্বের বাঙালিদের কাছে একটি গুরুত্বপুর্ণ উৎসব।ষোড়শ শতাব্দীতে মূগল যুগ থেকে শুরু হয় বলে মনেকরা হয় যখন সম্রাট আকবর ফসল কাটার মরশুমের উপর ভিত্তি করে একটি নতুন কর ব্যবস্হা চালু করেন।এটি বাংলা নববর্ষের সঙ্গে মিলে যায় যা ঐতিহ্যগত ভাবেস্হানীয় জনগণের দ্বারা উদযাপন করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.