|| ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৭শে রজব, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে সমুদ্র উপকূল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
প্রকাশের তারিখঃ ১৩ এপ্রিল, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে ৮নং সোনাইছড়ি ইউনিয়নে বারআউলিয়া সমুদ্র উপকূলীয় এলাকায় অবস্থিত তাসিন শিপ ব্রেকিং ইয়ার্ডের পাশ থেকে জোয়ারের পানিতে ভেসে আসা এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করে নৌ-পুলিশ।
শনিবার (১৩ এপ্রিল) ভোর ৫টার সময় সোনাইছড়ি ইউনিয়নস্থ সমুদ্র উপকূলে লাশটি জোয়ারের পানিতে ভেসে আসে। স্থানীয়রা লাশটি দেখে কুমিরা নৌ-পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে গাউসিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা শাখার মানবিক টিমের সহযোগীতায় লাশটি উদ্ধার করে। কুমিরা নৌ-পুলিশের বরাত দিয়ে মানবিক সংগঠন গাউছিয়া কমিটির টিম লিডার মামুনুর রশিদ বলেন, ভোর ৫টার সময় লাশের সংবাদ পেয়ে আমরা সমুদ্র উপকূল থেকে লাশটি উদ্ধার করে কুমিরা নৌ-পুলিশকে বুঝিয়ে দিই। এবিষয়ে কুমিরা নৌ-পুলিশের ইনচার্জ নাছির উদ্দিন বলেন, সমুদ্রে একটি লাশ ভেসে আসে। আমরা গাউছিয়া কমিটির সহযোগীতায় লাশটি উদ্ধার করি। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.