|| ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৬শে রজব, ১৪৪৬ হিজরি
রাজারহাটে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশের তারিখঃ ১৩ এপ্রিল, ২০২৪
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের বুড়ির হাট ক্রোসবাধ সংলগ্ন স্থানে তিস্তা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সোহাগ (১০) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। সোহাগ ঘড়িয়াল ডাঙ্গা খিতাবখাঁ মৌজার খামার পাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেন ও শাহানাজ পারভীন দম্পতির কনিষ্ঠ পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে সোহাগ তাদের পরিবারের অন্য সদস্যরা সহ নদীতে গোসল করতে নামেন । অসাবধানতায় সোহাগ গভীর পানিতে তলিয়ে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায় নি। পানিতে ডুবে যাওয়ার খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয়রা খোঁজার চেষ্টা চালায়। পরে রংপুর ফায়ার সার্ভিসে খবর দিলে সেখান থেকে ডুবুরি দল এসে সোহাগকে দুপুর তিনটার দিকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। স্থানীয়রা জানান বাঁধের নিকটবর্তী স্থান থেকে ড্রেজার মেশিনের সাহায্যে বালু উত্তোলন করার ফলে ভৌতিক গভীরতার সৃষ্টি হয়েছে। গোসল করতে গিয়ে অসাবধানতা বশত গভীর গর্তে পরে গিয়ে আর উঠে আসতে না পারায় সোহাগের মৃত্যু হয়। সোহাগের মুত্যুর খবরে তার মা শাহানাজ পারভীন বারবার মূর্ছা যাচ্ছে। শিশু সোহাগের মৃত্যুতে তার পরিবার ও সহপাঠী সহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান পানিতে ডুবে সোহাগ নামের শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.