|| ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ২৯শে রমজান, ১৪৪৬ হিজরি
রাউজান পশ্চিম গুজরায় মহাঋষি শ্রীমৎ তারাচরণ পরমহংসদেবের আবির্ভাব উৎসব
প্রকাশের তারিখঃ ১৩ এপ্রিল, ২০২৪
যীশু সেন, বিশেষ প্রতিনিধি : সাধুবাবা শ্রীমৎ তারাচরণ পরমহংসদেবের আবির্ভাব উৎসবে বক্তারা বলেছেন - সত্যনিষ্ঠ ও ব্রহ্মচর্য্যের মূর্ত বিগ্রহ সাধু তারাচরণ পরমহংসদেব। তিনি এসেছেন পৃথিবীতে সত্য সুন্দর ও মঙ্গল প্রতিষ্ঠার মাধ্যমে সুশীল সমাজ বিনির্মাণের মানব কল্যাণে আমাদের পথ দেখিয়ে গেছেন। সততা, সত্য কথন, ইন্দ্রিয় সংযম, সৎ জীবনযাপন, মানুষের মুক্তি ও কল্যাণ সাধনায় ন্যায়নিষ্ঠ এক মহাপুরুষ। তিনি পৃথিবীর আধ্যাত্মিক বাতিঘর।
১১-১৮ এপ্রিল হতে আট দিনব্যাপী রাউজান পশ্চিম গুজরাস্থ শ্রীতারামঠ প্রাঙ্গণে শ্রীশ্রী কৈলাসেশ্বরী কালী মন্দির ও সাধু তারাচরণ সেবাশ্রমের আয়োজনে মহাঋষি মানবপ্রেমী মাতৃসাধক সাধুবাবা শ্রীমৎ তারাচরণ পরমহংসদেবের ১৪৫ তম শুভ আবির্ভাব তিথি ও বাসন্তী পূজা উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান ছিল সাধুবাবার জীবনবেদ আলোচনা, ধর্মসভা, গুণীজন সম্মাননা, শিক্ষাবৃত্তি প্রদান, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে মহতী ধর্মসভায় উৎসব উদযাপন পরিষদের সভাপতি মৃদুল পারিয়ালের সভাপতিত্বে আশীর্বাদক ও প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামস্থ রামকৃষ্ণ সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ। প্রধান ধর্মীয় বক্তা ছিলেন সনাতনী বাগ্মী অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। সংবর্ধেয় অতিথি কৈবল্যধাম বোর্ড অব ট্রাস্টি আশুতোষ মহাজন। উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নোটন প্রসাদ ঘোষ এর সঞ্চালনায় মহান অতিথি ছিলেন আশালতা কলেজের অধ্যক্ষ জনার্দ্দন কুমার বনিক, ১২ নং উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, পটিয়াস্থ শ্রীশ্রী সাধুবাবা তারাচরণ সিদ্ধাশ্রমের সহ-সভাপতি আয়কর আইনজীবী দিলীপ কুমার ভট্টাচার্য, কোতোয়ালি শ্রীশ্রী সাধুবাবা তারাচরণ সেবাশ্রমের উপদেষ্টা সুজিত সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ দক্ষিণ জেলার সভাপতি লায়ন তাপস খোড়। স্বাগত বক্তব্য রাখেন মন্দির পরিচালনা পরিষদের সভাপতি প্রকৌশলী মাখন বণিক। শুভেচ্ছা বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক কাঞ্চন ঘোষ। উপস্থিত ছিলেন পশ্চিম গুজরা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শেখর ঘোষ আপন, রাউজান সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক নেজাম উদ্দীন রানা, রাউজান প্রেস ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক যীশু সেন । গুণীজন সম্মাননা পেলেন চন্দন বৈদ্য, শান্তিপদ বণিক, নিতাই দে, সুনীল দে, নেপাল কর ও মনোহরি জলদাস (মরণোত্তর)। শিক্ষাবৃত্তি প্রদান করেন - দীপন স্মৃতি শিক্ষাবৃত্তি, সতীশ কুঞ্জ স্মৃতি শিক্ষাবৃত্তি, স্বপ্না বনিক স্মৃতি শিক্ষাবৃত্তি। অসচ্ছল ত্রিশজন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয় সঞ্চালনায় ছিলেন দীপ্ত দাশ। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শিল্পী মুক্তা ধর। রক্ষাকালী বৈদিক বিদ্যাপীঠ কে একশত গীতা প্রদান করেন রাধে রাধে প্রবাসী গ্রুপ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.