|| ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৭শে রজব, ১৪৪৬ হিজরি
বকশীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে একক প্রার্থীতা নির্ধারণ নিয়ে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৩ এপ্রিল, ২০২৪
জামালপুরের বকশীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে একক প্রার্থী নির্ধারণে উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ , ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও ভাতৃপ্রতীম সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শনিবার (১৩ এপ্রিল) দুপুরে সরকারি কিয়ামত উল্লাহ কলেজ মাঠে ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় এসময় বক্তব্য রাখেন সহসভাপতি আবুল কালাম আজাদ ফরিং, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সাবেক সহসভাপতি আবু জাফর, সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, নিলাখিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা এমদাদুল হক এমদাদ, পৌর আওয়ামী লীগের আহবায়ক জালাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান জুমান তালুকদার, বকশীগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর কবির আলমাছ, বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মো. হোসনে আলী, মেরুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ আলী, বাট্টাজোড় ইউনিয়ন সাধারণ সম্পাদক আবু হাসেম, যুবলীগ নেতা মারুফ সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রাজন মিয়া ও কলেজ ছাত্রলীগের আহবায়ক মো. আরিফুজ্জামান।
মতবিনিময় সভায় আগামি ২১ মে বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের একক প্রার্থী করার জন্য দলীয় নেতা কর্মীদের মতামত নেওয়া হয়।
যে প্রার্থীকে দিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ পুনরুদ্ধার করা সম্ভব তাকেই একক প্রার্থী করতে সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.