|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবির বাগজানা স্বাস্থ্য কেন্দ্রের ফর্মাসিস্ট আব্দুল কাদেরের ইন্তেকাল
প্রকাশের তারিখঃ ১২ এপ্রিল, ২০২৪
পরপারে চলে গেলেন সদা হাস্যজ্জ্বোল,পাঁচবিবির বাগজানা পরিবার পরিকল্পনার কল্যাণ কেন্দ্রের ফার্মাসিস্ট আব্দুল কাদের (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যু অবধারিত, একদিন মৃত্যুর কড়াল গ্রাস সবাইকেই গ্রাস করবে এতে কেনো সন্দেহ নেই এবং এ থেকে বাঁচার কোনো উপায়ও নেই। কিছু মৃত্যু ও অপ্রত্যাশিত মৃত্যু বড়ই বেদনাদায়ক।মৃত্যুকালে ফার্মাসিস্ট মোঃ আব্দুল কাদের বয়স হয়েছিল ৪৭ বছর।তিনি স্ত্রীসহ ২ ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।আজ শুক্রবার (১২)এপ্রিল ভোরে তিনি ইন্তেকাল করেন। জানা যায়, তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নের মোঃরোবজুলের পুত্র মোঃ আব্দুল কাদের।
তিনি বাগজানা ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রের ফার্মাসিস্ট হিসাবে কর্মরত ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার(১০এপ্রিল)
বিকেলে স্ট্রোক করলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার (১২এপ্রিল) ভোরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিনি ডাইবেটিস রোগে ভুগছিলেন।
তার এই অকাল মৃত্যুতে কর্মস্থলসহ নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.