|| ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৭শে রজব, ১৪৪৬ হিজরি
পাঁচবিবি সীমান্তে বিজিবি-বিএসএফ ঈদ শুভেচ্ছা বিনিময়
প্রকাশের তারিখঃ ১১ এপ্রিল, ২০২৪
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবির হাটখোলা সীমান্তে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। বৃহস্পতিবার দুপুরে সীমান্তের ২৮১ মেইন পিলারের সাব ১১ পিলারের শূন্যরেখায় বিজিবি’র হাটখোলা ক্যাম্প কমান্ডার সুবেদার একরামুল হক বিএসএফের ভারতীয় চকগোপাল ক্যাম্প কমান্ডার এস আই কুরান দেবকে ও একই সময় সীমান্তের ২৮১ সাব পিলার ৪ শূন্যরেখায় ভারতের গোসাইপুর ক্যাম্প কমান্ডার এস আই ছাদাতকে মিষ্টি উপহার দেওয়া হয়। এসময় বিজিবি-বিএসএফ উভয় বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল তানজিমুল রহমান বলেন, সীমান্তে দুই বাহিনীর মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবে পরস্পর মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানান হয়। এতে করে সীমান্তে দ্বায়িত্ব পালনে উভয় বাহিনীর মাঝে সুসম্পর্ক বজায় থাকে।
এসময় চকগোপাল ক্যাম্প কমান্ডার এস আই কুরান দেব ও গোসাইপুর ক্যাম্প কমান্ডার এস আই সাদাত ভারতীয় বিএসএফের পক্ষ থেকে সকল বাংলাদেশিকে ঈদের শুভেচ্ছা জানান।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.