|| ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
পরিবারের সাথে ঈদ করা হলো না অটোচালকের
প্রকাশের তারিখঃ ১১ এপ্রিল, ২০২৪
গাজীপুরের পূবাইলে কবির হোসেন (৪৫) নামে এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পূবাইল থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার সময় পূবাইল থানাধীন ৪২ওয়ার্ডের পদহারবাইদ কালু মার্কেট সংলগ্ন এলাকায় রাস্তার পাশে রক্তাক্ত মাখা একটি যুবক পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশ কে জানায় ,পরে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত কবির চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার ষৌলদানা গ্রামের মৃত শহিদ হোসেনের ছেলে। তিনি কয়েক বছর যাবৎ মাজুখান এলাকায় ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।
পুলিশসূত্রে জানা যায়, পূবাইল থানার এসআই মারফত সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে রাতে টহলরত অবস্থায় জানতে পারে রাত তিনটার টার দিকে রাস্তার পাশে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় ছিনতাইকারীরা ফেলে রেখে যায় । পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিলে মৃত ঘোষণা করেন । নিহত ব্যক্তির শরীরে ছুরিকাঘাতের আঘাত, পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে অজ্ঞাতনামা ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে অটো নিয়ে চলে যায় ।
পূবাইল থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা রয়েছে। হত্যাকান্ড জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.