|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ডুমুরিয়ায় ভূমিমন্ত্রীর ঈদের শুভেচ্ছা বিনিময়
প্রকাশের তারিখঃ ১১ এপ্রিল, ২০২৪
ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আজ (বৃহস্পতিবার) খুলনার ডুমুরিয়া উপজেলার উলা ঈদগাহ ময়দানে মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় ভূমিমন্ত্রী বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশী আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে আসে পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদ সব শ্রেণি পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। এদিন ধনী ও গরীব নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। সাম্য, মৈত্রী ও স¤প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে। ঈদ-উল-ফিতরের শিক্ষা আমাদেরকে সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্বুদ্ধ করবে। আনন্দঘন পরিবেশে সারাদেশে ঈদ-উল-ফিতর উদযাপিত হচ্ছে। পিছনের সব গ্ল¬ানি দূর করে আমাদের সকলকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
এসময় ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সুকান্ত সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, স্থানীয় জনসাধারণসহ ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ডুমুরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.