|| ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
খুলনা -১ আসনের সংসদস্য ননীগোপাল উন্নত চিকিৎসার জন্য ভারত গমন
প্রকাশের তারিখঃ ১০ এপ্রিল, ২০২৪
উন্নত চিকিৎসার জন্য গেছেন দাকোপ বটিয়াঘার নয়নের মনি গণমানুষের নেতা খুলনা -১ আসনের সংসদ সদস্য ও খুলনা জেলা আওয়ামী লীগের অন্যতম সদসস্য ননীগোপাল মন্ডল।
রোববার (৭ এপ্রিল) ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য (এমপি) ননীগোপাল মন্ডল। এমপি ননীগোপাল মন্ডল উন্নত চিকিৎসার জন্য ভারতে বেশ কয়েক দিন অবস্হান করবেন বলে জানিয়েন।তিনি দাকোপ বটিয়াঘাটা বাসী সহ সকলের নিকট দোয়া কামনা করেছেন।
ভারতের ন্যাশনাল মেডিকেল অ্যান্ড ওয়েলনেস ট্যুরিজম প্রমোশন বোর্ডের সদস্য ও বিখ্যাত চিকিৎসক দেবী শেঠি জানান, বেশিরভাগ বিদেশি রোগীরা ভারতে যান জটিল হার্ট সার্জারি এবং ক্যান্সারের চিকিৎসা নিতে।ডা. দেবী শেঠি আরও বলেন, ‘ভারতের উন্নত চিকিৎসা ব্যবস্থা ছাড়াও বাংলাদেশিদের সেখানে গিয়ে চিকিৎসা নেয়ার ক্ষেত্রে প্রতিবেশী দুই দেশের খাবার ও ভাষাগত মিল; সাশ্রয়ী চিকিৎসা এবং সাংস্কৃতিকস্বাচ্ছন্দ্যবোধ অন্যতম প্রভাবক হিসেবে কাজ করে।’
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.