|| ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে গাঁজা উদ্ধার সহ আটক দুই
প্রকাশের তারিখঃ ৯ এপ্রিল, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে গোপন তথ্যের ভিত্তিতে ৪৫ হাজার টাকা মূল্যের তিন কেজি গাঁজা উদ্ধার সহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ( ৯ এপ্রিল) রাত ৩:৩৫ মিনিটের দিকে উপজেলার ১০নং সলিমপুর ইউনিয়নস্থ ফৌজদারহাট বায়েজিদ লিংক রোডের মাথায় পাকা রাস্তার উপর থেকে তাদেরকে আটক করে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। আটককৃত আসামীরা হলেন, চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার কুমিরা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ মগপুকুর এলাকার আসাদুজ্জামান সবুজের পুত্র মোঃ রিয়াদ হোসেন (২৫), অপর জন একই থানার কুমিরা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ মসজিদ্দা এলাকার মোঃ নাছির আহমদের পুত্র মোঃ ইদুল হাসান প্রকাশ সারেক (২৪)। এবিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সোলেয়মান বলেন, বিশেষ অভিযান পরিচালনার জন্য ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে সলিমপুর ইউপিস্থ ফৌজদারহাট বায়েজিদ লিংক রোডের মাথায় পাকা রাস্তার উপর থেকে দুইজন মাদক কারবারীকে তিন কেজি গাঁজাসহ আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা। আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, ৩৬(১) সারণির ১৯(ক) মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.