|| ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সংযুক্ত আরব আমিরাতে ঈদের জামাত
প্রকাশের তারিখঃ ৯ এপ্রিল, ২০২৪
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ঈদ জামাতের সময়সূচি ঘোষণা করেছে দেশটির সরকার।
দেশটিতে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হবে সূর্যোদয়ের ১৩ মিনিট পর।
এ ছাড়া অন্যান্য শহর বা স্থানে সূর্যোদয়ের সময় ভেদে ১৯ মিনিট পর পর্যন্তও ঈদ জামাতের সময়সূচি ঘোষণা করা হয়েছে।
সংবাদমাধ্যম গালফ নিউজের প্রকাশিত প্রতিবেদনে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ঈদ জামাতের সময়সূচি জানানো হয়েছে।
সোমবার আরব আমিরাতের আকাশে চাঁদ দেখা গেলে ঈদ পালিত হতো মঙ্গলবার এবং রোজা হতো ২৯টি। তবে এদিন চাঁদ দেখা না যাওয়ায় আজ মঙ্গলবার ৩০ রোজা পালন শেষে আগামীকাল বুধবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে এবং দেশটির জেনারেল অথরিটি অব দ্য ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এন্ডোমেন্ট আনুষ্ঠানিকভাবে ঈদের নামাজের সময় ঘোষণা করেছে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে আরব আমিরাতের এ কর্তৃপক্ষ দেশজুড়ে সব আমিরাতের (এবং কিছু প্রধান অঞ্চলের জন্য) ঈদের নামাজের সময়সূচি ভাগ করে দিয়েছে।
ঘোষণা অনুযায়ী, আবুধাবিতে ঈদের জামাত সকাল ৬টা ২২ মিনিটে, দুবাইয়ে ৬টা ২০ মিনিটে, শারজাহ ও আজমানে ৬টা ১৭ মিনিটে, রাস আল খাইমাহতে ৬টা ১৫ মিনিটে, ফুজাইরাহ ও খোরফাক্কানে ৬টা ১৪ মিনিটে এবং উম্মে আল কুওয়াইনে ৬টা ১৩ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এ ছাড়া আল আইনে ৬টা ১৫ মিনিটে এবং জায়েদ সিটিতে বুধবার সকাল ৬টা ২৬ মিনিটে অনুষ্ঠিত হবে ঈদের জামাত।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.