|| ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি
বাগাদী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমনের শুভেচ্ছা বিনিময়
প্রকাশের তারিখঃ ৯ এপ্রিল, ২০২৪
আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে
চেয়ারম্যান প্রার্থী, শিক্ষানুরাগী ও আইনজীবী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ইসলামপুর গাছতলায় ইফতার বিতরণ ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন।
সোমবার (৮ এপ্রিল) বিকালে তিনি গাছতলা এলাকার সর্বস্তরের জনগণের কাছে দোয়া চান।
তিনি বলেন, আমরা একজন আরেকজনের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে জড়িত। প্রত্যেক মানুষ মানুষকে সাহায্য সহযোগিতার মাধ্যমে এই সুন্দর ভুবন গড়ে তোলা সম্ভব। ইসলাম আমাদের এই শিক্ষা দিয়েছে। আমি মানুষের কল্যানে কাজ করার লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি বিশ্বাস করি মন পবিত্র এবং লক্ষ্য ঠিক রাখলে যে কোন কাজে সফল হওয়া যায়। আপনাদের দোয়া ও সমর্থন সাথে থাকলে আমি আমার স্বপ্নপূরণে সফল হবো, ইনশাআল্লাহ্।
হুমায়ুন কবির সুমন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরব্বীদের সাথে নিয়ে এলাকার ব্যাবসায়ী ও পথচারিদের সাথেও কুশল বিনিময় করেন। এসময় আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য মুরব্বী এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
ছবির ক্যাপশন: চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, শিক্ষানুরাগী ও আইনজীবী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন বাগাদী ইউনিয়নের ইসলামপুর গাছতলায় ইফতার বিতরণ ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.