|| ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৬ হিজরি
কুড়িগ্রামে ১৭শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার
প্রকাশের তারিখঃ ৯ এপ্রিল, ২০২৪
কুড়িগ্রামের রৌমারীতে ১ হাজার ৭১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মাদক মামলার আসামি এনামুল হক (৫২) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৮ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান।
এর আগে রাতে রৌমারী থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক কারবারি রৌমারী ইউনিয়নের খাটিয়ামারী গ্রামের বাসিন্দা।
কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.