|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ঈদের শুভেচ্ছা জানিয়েছে ম্যানেজিং ডিরেক্টর মোঃ রুবেল হোসাইন
প্রকাশের তারিখঃ ৯ এপ্রিল, ২০২৪
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সাভারবাসীসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বি এন সি বাংলাদেশ এন্ড হ্যাচারী লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর মোঃ রুবেল হোসাইন।
তিনি জানান, দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় আমরা ত্যাগ ও সংযম এর যে শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে। ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ । আসুন ঈদের এই খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে সকলে এক সাথে মিলেমিশে কাজ করি। মুসলিম-বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, ঈদ মানে সাম্য, ঈদ আমাদের খুশির বার্তা নিয়ে হাজির হয়, ঈদ মুসলমানদের জন্য এক আনন্দঘন দিন।এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, সারা বিশ্বে । ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। পবিত্র ঈদুল ফিতর এই আনন্দঘন দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্রের মাধ্যমে দূর হয়ে যাক সকল অনৈক্য, বিভেদ। “ঈদ মুসলমানদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ।
তিনি আরো জানান, ঈদ মানে আনন্দ আর সেই আনন্দ আমরা সকলের সাথে ভাগাভাগি করবো। সকল ভেদাভেদ ভুলে সকলের মানুষের সাথে বিনয়ী আচরনের ন্যায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবো।
পরিশেষে সাভারবাসীসহ দেশবাসীকে “ঈদ মোবারক” বলে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান তিনি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.