|| ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি
ফরিদপুরে অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
প্রকাশের তারিখঃ ৮ এপ্রিল, ২০২৪
ফরিদপুরে হতদরিদ্র, অসহায় চার হাজার নারী-পুরুষ ও শিশুদের মাঝে ঈদ উপহার হিসাবে কাপড় এবং খাদ্য সামগ্রী বিতরণ করেছে সাজিদ-সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশন। সোমবার সকাল ১০টায় কানাইপুর ইউনিয়নের পুরদিয়া এলাকায় অবস্থিত আনছার আলী মিয়া দাখিল মাদ্রাসা মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ মোর্শেদ আলম। সাজিদ-সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও অটোটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অটোটেক্স গ্রুপের চেয়ারম্যান মতিয়া বেগম, কানাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন, কানাইপুর ইউপি চেয়ারম্যান শাহ মোঃ আলতাফ হোসেন,সালথা গট্টি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লাভলু শেখ, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান।
অনুষ্ঠানে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর, কৃষ্ণনগর, কৈজুরী, চাঁদপুর ও সালথা উপজেলার গট্রি, আটঘর ইউনিয়নের হতদরিদ্র চার হাজার নারী-পুরুষ এবং শিশুদের মাঝে ঈদ উপহার এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.