|| ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি
কুড়িগ্রামে বিদ্যুৎপৃষ্টে চ্যানেল আইয়ের স্টাফ করেসপন্ডেন্ট আফরোজা হাসির ভাইয়ের মৃত্যু
প্রকাশের তারিখঃ ৮ এপ্রিল, ২০২৪
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে ফারুক হোসেন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের সতানিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার আশরাফ হোসেনের ছেলে ও চ্যানেল আইয়ের স্টাফ করেসপন্ডেন্ট আফরোজা হাসির ছোট ভাই।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ফারুক হোসেন নিজ বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় অসাবধানতা বসত বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।
নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎপৃষ্ট হয়ে ফারুক নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে থানায় একটি (ইউডি) অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.