|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আবুধাবিতে বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে বিশাল ইফতার ও মাহফিল
প্রকাশের তারিখঃ ৭ এপ্রিল, ২০২৪
প্রতি বছরের ন্যায় ন্যায় এ বছরেও পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কমিটি আরব আমিরাতের উদ্যোগে জনার্কীর্ণ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গতকাল শনিবার (৬ এপ্রিল ২০২৪) মোছাফ্ফাহ সানাইয়া রজনীগন্ধা খান সিআইপি হলে আয়োজিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি বার বার বাংলাদেশ সরকারের নির্বাচিত সিআইপি, মানবতার ফেরিওয়ালা, আল সুমাইয়া গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম খান। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ এসকান্দরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি, আমিরাত সরকারের এওয়ার্ড প্রাপ্ত কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসের মিনিষ্টার আব্দুল আউয়াল, বাংলাদেশ সমিতি আরব আমিরাতের সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, দূতাবাস আবুধাবি লেবার কাউন্সিলর হাজেরা সাব্বির হোসেন, কাউন্সিলর (শ্রম) লুৎফুন নাহার নাজিম, দ্বিতীয় সচিব মাজহারুল ইসলাম, জনতা ব্যাংকের সিইও মোহাম্মদ কামরুজ্জামান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির সহ সভাপতি শওকত আকবর, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদার, কবি ও কলামিস্ট মনির উদ্দিন মান্না, কলম একাডেমী লন্ডন ইউ এ-ই সভাপতি আবু তৈয়ব চৌধুরী, সরোয়ার আজম, মাওলানা মোহাম্মদ এমরান, দীপক বাবু ও আমিরাতে বসবাসরত বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ নানা পেশাজীবি বহু প্রবাসী। অনুষ্ঠানে অতিথিরা বলেন এ প্রবাসে অনেক বিত্তবান ব্যক্তি থাকা সত্ত্বেও অনেক প্রবাসীদের লাশ মর্গে অনেকদিন ধরে পড়ে আছেন কিন্তু তেমন কারো কোনো সাড়া শব্দ না পাওয়ায় পরিবারের কাছে লাশ পৌঁছানো অনেক কষ্টদায়ক মনে করেন বক্তারা। এ পর্যন্ত প্রবাসে থাকা নাম না জানা প্রায় দুই শতাধিক মৃতদেহ প্রবাসী কল্যাণ সংস্থার তত্ত্বাবধানে দেশে তাদের পরিবারের কাছে পৌঁছে দেন। প্রবাসী কল্যাণ সংস্থার ইফতার ও দোয়া মাহফিল বক্তৃতায় আলহাজ্ব সি আই পি ফখরুল ইসলাম খান ছাড়াও এদেশে যারা বিত্তবান ও ব্যবসায়ী আছেন তারা যেন এদেশে মর্গে থাকা লাশগুলো তাদের পরিবারের কাছে পৌঁছায় সেজন্য সকলের প্রতি অনুরোধ জানান। পরে বিশ্ব উম্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.