|| ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
হিলিতে বিএনপির ইফতার মাহফিল
প্রকাশের তারিখঃ ৬ এপ্রিল, ২০২৪
দেশনেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শক্রবার বিকালে বাংলাহিলি বাজারস্থ চত্বরে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে মতিনের চাতালে ইফতারের অনুষ্ঠানে যোগদেয় দলীয় নেতাকমিরা। দোয়া আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপি নেত্রী পারুল নাহার, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাঃ সম্পাদক নাজমুল ইসলাম, যুবদল নেতা রাজ, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আলী হোসেন, উপজেলা ছাত্রদল সভাপতি আনোয়ার হোসেন সহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা, পৌর বিএনপির সাঃ সম্পাদক নাজমুল ইসলাম বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলের নেতাকর্মিদের নামে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া করে এ সরকার। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপির মহিলা সাংগঠনিক নেত্রী পারুল নাহারও একই মন্তব্য করে বলেন, ভোট চোর এ সরকার আবারও ক্ষমতায় যাওয়ার জন্য বিরোধীদলকে মাঠ শুন্য করতে নেতাকর্মিদের নামে অসংখ্য মিথ্যা মামলা দেন। এসব মামলা থেকে জামিন পাওয়া প্রায় হাকিমপুর হিলির ২৭’জন নেতাকর্মিকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.