|| ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত
প্রকাশের তারিখঃ ৬ এপ্রিল, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে লেগুনা গাড়ীর ধাক্কায় রোকসানা আক্তার পারুল (৩৫) নামের এক নারী পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার (৬ এপ্রিল) সকাল ১০:৪০ মিনিটের দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসদরস্থ দক্ষিণ বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোকসানা আক্তার পৌরসভার ৭ নং ওয়ার্ড আমিরাবাদ এলাকার জামাল মেম্বারের বাড়ীর নাছির উদ্দিনের স্ত্রী। তিন সন্তান ও স্বামী নিয়ে থাকতেন বাবার বাড়ীতে। শনিবার সকালে রাস্তার পাশ দিয়ে হেটে যাওয়ার সময় একটি বেপরোয়া লেগুনা যার রেজিঃ নং-(চট্টমেট্টো-ছ-১১-২৬৩২) পেছন থেকে পারুল কে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরবর্তীতে নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন, সীতাকুণ্ড পৌরসদরস্থ দক্ষিণ বাইপাসে লেগুনা গাড়ীর ধাক্কায় এক নারী পথচারী নিহত হয়। নিহতের লাশ পরিবােরের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক লেগুনা চালক পালিয়ে গেলেও গাড়ীটি আটক করে আইননুসারে ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.