|| ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়া আলাউদ্দিন নাসিম এমপি’র পক্ষ থেকে সেলাই মেশিন বিতরণ
প্রকাশের তারিখঃ ৫ এপ্রিল, ২০২৪
ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম এমপির পক্ষ থেকে ও সালেহ উদ্দিন-হোসনে আরা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় হতদরিদ্র নারীদের স্বাবলম্বি করার লক্ষে উপজেলার ৫৪ টি ওয়ার্ডে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) সকালে উপজেলা অডিটোরিয়ামে এ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ফাউন্ডেশনের সদস্য সচিব জালাল উদ্দীন চৌধুরী পাপ্পু'র সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাহানারা আরজু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পৌর মেয়র মুহাম্মদ মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান জোলেখা শিল্পী, নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমল।
আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার তপন, জেলা আ'লীগ নির্বাহী সদস্য মিজানুর রহমান মজুমদার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন নিজের বলার মত গল্প ফাউন্ডেশনের সদস্য ইফতেখার আলম মজুমদার, রাধানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মজুমদার। শেষে উপজেলা মহিলা আ'লীগের নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার তুলে দেন আয়োজক কমিটি।
এসময় আরো উপস্থিত ছিলেন পাঠাননগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী, মহামায়া ইউপি চেয়ারম্যান শাহজাহান মিনু, শুভপুর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মজনু, ঘোপাল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, দলীয় নেতাকর্মী সহ সুবিধাভোগীরা।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.