|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রাজারহাটে ভিজিএফ’র চাল বিতরণ শুরু
প্রকাশের তারিখঃ ৩ এপ্রিল, ২০২৪
অদ্য ০৩-০৪-২০২৪ইংপবিত্র উদ উল ফিতর
উপলক্ষ্যে রাজারহাট সদর ইউপির তালিকাভুক্ত দুস্থ-অসহায় মানুষের মাঝে দশ কেজি চাল বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে উপজেলায় ৪৩০.৬১০ মেট্রিক টন চাল সাত ইউনিয়নে মোট ৪৩ হাজার ৬১ জন তালিকাভুক্ত উপকারভোগীদের মাঝে বিতরণ করা হবে।৩ এপ্রিল বুধবার দুপুরে রাজারহাট ইউনিয়ন পরিষদে ভিজিএফ বিতরণকালে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, রাজারহাট ইউপি চেয়ারম্যান এনামুল হক,ইউপি সদস্য শহিদুল ইসলাম, ইউপি সদস্য আশরাফ আলী প্রমুখ।বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম গণমাধ্যমকে বলেন,ঈদের পূর্বেই প্রতিটি ইউনিয়ন পরিষদের মাধ্যমে বরাদ্দকৃত চাল বিতরণ করা হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.