|| ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৭শে জিলকদ, ১৪৪৬ হিজরি
ভৈরব রেলওয়ে ষ্টেশন হতে টিকিট কালোবাজারীকে গ্রেফতার করেছে র্যাব
প্রকাশের তারিখঃ ৩ এপ্রিল, ২০২৪
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে ষ্টেশন হতে মোঃ রবিন (১৯) নামে টিকিট কালোবাজারীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে ভৈরব রেলওয়ে ষ্টেশনে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃত মোঃ রবিন (১৯) ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার কামুড়া গ্রামের মোঃ সুলতান মিয়ার ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে (২ এপ্রিল) মঙ্গলবার দুপুর আনুমানিক ২ ঘটিকার সময় র্যাব-১৪ ময়মনসিংহ অঞ্চলের অধিনায়ক এর নির্দেশক্রমে, র্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট মোঃ ফাহিম ফয়সাল এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল কিশোরগঞ্জের ভৈরব থানাধীন ভৈরব রেলওয়ে ষ্টেশনে অভিযান পরিচালনা করে মোঃ রবিন (১৯) কে আটক করে। এ সময় আটককৃত আসামীর দখল হতে ২২ টি অগ্রিম রেলযাত্রার টিকিট, কালো বাজারী করে টিকিট বিক্রয়ের নগদ ৫ শত টাকা এবং টিকিট বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
আসামীকে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে টিকিট কালোবাজারী চক্রের সদস্য। দীর্ঘদিন যাবৎ ভৈরব রেলওয়ে ষ্টেশনে অবৈধ ভাবে রেলের টিকিট কালো বাজারী করে আসছে মর্মে স্বীকার করে।
র্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট মোঃ ফাহিম ফয়সাল জানান, এ সকল কালোবাজারীদের আইনের আওতায় এনে টিকিট কালোবাজরীমুক্ত দেশ গড়তে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় মামলা দায়ের র্পূবক আসামী হস্তান্তর প্রক্রিয়াধীন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.