|| ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৭শে জিলকদ, ১৪৪৬ হিজরি
পাঁচবিবি স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ সাবা আল গালিবের যোগদান, এলাকাবাসীর অভিনন্দন
প্রকাশের তারিখঃ ৩ এপ্রিল, ২০২৪
পাঁচবিবির বাগজানা তথা সমগ্র জয়পুরহাটের কৃতি সন্তান ডা: সাবা আল গালিব পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালটেন্ট(সার্জারী) হিসাবে যোগদান করায় এলাকাবাসী এবং বাগজানা ইউথ ফোরামের পক্ষ থেকে আন্তরিক শুভেচছা ও অভিনন্দন।
ছাত্রজীবন থেকেই ডা: গালিব ছিলেন তুখোড় মেধাবী। তার শিক্ষা জীবন শুরু হয় বাগজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর হিলি পাইলট স্কুল থেকে SSC, ঢাকা কলেজ থেকে HSC এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে (M-44 ব্যাচ) MBBS পাশ করেন। ৩৩তম বিসিএস( স্বাস্থ্য ক্যাডার) সফলতার সাথে উত্তীর্ণ হয়ে তিনি দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করেন। চাকুরী জীবনে বিভিন্ন হাসপাতালে সেবা দানের পাশাপাশি তিনি সফলতার সাথে FCPS (সার্জারী) কোর্স সম্পন্ন করেন। বিশেষজ্ঞ একজন সার্জন হিসাবে এলাকা ব্যাপী তার সুখ্যাতি রয়েছে। শহরে ভাল সুযোগ থাকা সত্ত্বেও আমাদের এলাকায় সার্জন হিসাবে যোগদান করায় এলাকাবাসীর পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.