|| ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি
খুলনার দাকোপে মিউনিটি ক্লিনিকের শুভ উদ্ভোধন
প্রকাশের তারিখঃ ৩ এপ্রিল, ২০২৪
খুলনার দাকোপ উপজেলার তিলডাঙ্গা কাছারীবাড়ী কমিউনিটি ক্লিনিক (পূনঃ নির্মান) ভবন শুভ উদ্ভোধন করা হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে তিলডাঙ্গা কাছারীবাড়ী এলাকায় দাকোপ উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডা.সুদীপ বালার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে উদ্ভোধন করেন খুলনা ১ আসনের সংসদ সদস্য ননী গোপাল মন্ডল।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, অসিত বরন সাহা, সাইফুল ইসলাম, ভূমিদাতা অর্ধেন্দু শেখর বাছাড়, কমলেশ বাছাড়, ভবেন্দ্র নাথ মন্ডল, যুগোল ঘরামী, শিক্ষক গৌরাঙ্গ সরদার, ইউপি সদস্য নিশিত রায়, ইউপি সদস্য হেলাল উদ্দিন সানা, অসিত ভূষন রায়, সন্জয় বৈদ্য,সাগর চন্দ্র বাছাড়, দাকোপ প্রেসক্লাব সাবেক সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল সহ স্থানীয় সুধীজন প্রমুখ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.