|| ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে শাবান, ১৪৪৬ হিজরি
ভারতে লোকসভা ভোটের আগে শ্রিচন্দা ও শিরাকল অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি তফসিলি সংলাপ
প্রকাশের তারিখঃ ২ এপ্রিল, ২০২৪
দেশজুড়ে লাগু হয়েছে সিএএ। এবার সিএএ নিয়ে তপশিলি জাতি এবং উপজাতিদের ভুল ভাঙানোর জন্য নতুন কর্মসূচি নিল তৃণমূল কংগ্রেস। ১৫ মার্চ থেকে ‘তপশিলির সংলাপ’ নামে একটি প্রচারাভিযান শুরু করেন তৃণমূল কংগ্রেস। পশ্চিম বঙ্গ রাজ্যের সমস্ত তপশিলি জাতি এবং জনজাতি শ্রেণিভুক্ত তৃণমূল নেতা ও জনপ্রতিনিধিরা এর প্রচার শুরু করেন। পাশাপাশি সুন্দরবন সাংগঠনিক জেলার এস সি, ও বি সি সেলের সভাপতি সঙ্গীতা হালদার এর নেতৃত্বে এদিন দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট পশ্চিম বিধান সভার অন্তর্গত শ্রিচন্দা ও শিরাকল অঞ্চলে বিভিন্ন এলাকায় চলছে এই কর্মসূচি। এছাড়াও সঙ্গে ছিলেন শিরাকল পঞ্চায়েত প্রধান আব্দুর রহিম মোল্লা,অঞ্চল সভাপতি তরুন কুমার নস্কর,এবং দুই সদস্য আদম বাড়ি সরকার,আলমগীর মল্লিক সহ তিনশত মহিলা এস সি ও বি সি এছাড়াও আরো অন্যান্য নেতৃত্ব প্রমুখ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.