|| ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
নিহত দুই বিএনপি নেতার পরিবারকে ঈদ উপহার তুলে দেন শরীফুল আলম
প্রকাশের তারিখঃ ২ এপ্রিল, ২০২৪
গত ২০২৩ সালের ৩১ অক্টোবর বিএনপি'র ডাকা প্রথম ধাপের অবরোধ চলাকালীন সময়ে নিহত কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ বিল্লাল মিয়া ও ছয়সূতী ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রেফায়েত উল্লাহ'র পরিবারের মাঝে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ শরীফুল আলমের পক্ষ থেকে ঈদ উপহার দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরের দিকে নিহত রেফায়েত উল্লাহ'র গ্রামের বাড়ি উপজেলার ছয়সূতী ইউনিয়নের বড় ছয়সূতী গ্রামে গিয়ে তার পিতা কাউসার মিয়ার হাতে ও নিহত মোঃ বিল্লাল মিয়ার গ্রামের বাড়ি মাধবদী গিয়ে তার স্ত্রী আন্না বেগমের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা শাখা'র সভাপতি মোঃ শরীফুল আলম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা বিএনপি'র সভাপতি নূরুল মিল্লাত ও ছয়সূতী ইউনিয়ন বিএনপি'র সভাপতি সালাহ উদ্দিন মুর্শেদ নিজামী নিজামী বাবুল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.