|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মিরসরাই উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৩১ মার্চ, ২০২৪
মিরসরাই উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিরসরাই অডিটরিয়ামে মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি নয়ন কান্তি ধুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামীর সঞ্চালনায় উক্ত ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।মিরসরাই মডেল মসজিদের সরকারি ইমাম মাওলানা মোঃ তসলিম উদ্দিনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই-জোরারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুল ইসলাম।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান। এতে বক্তব্য রাখেন মিরসরাই কলেজের অধ্যক্ষ নাগরিক কমিটির চেয়ারম্যান নুরুল আফসার দুলাল, জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, চট্টগ্রামস্থ মিরসরাই সমিতির সভাপতি কালু কুমার দে, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি শিল্পপতি মনিরুল ইসলাম ইউসুফ, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলতাফ হোসেন, সাবেক চেয়ারম্যান শাহিনুল কাদের চৌধুরী, মিরসরাই সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমরান উদ্দিন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান মিরসরাই শাখার সাধারণ সম্পাদক আবু জাফর, মিরসরাই পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, মিরসরাই সম্মিলিতি স্বেচ্ছাসেবী সংস্থা পক্ষে ডাঃ আনোয়ার হোসেন ও হাসান সাইফুদ্দিন।এতে আরো উপস্থিত ছিলেন মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য প্রদীপ চক্রবর্তী, ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামরুল হোসেন, মিরসরাই উপজেলার বিএনপির আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী প্রমুখ।অনুষ্ঠানে ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন জিহান বিল্ডার্স একাডেমি ও রানার্স আপ এএসপি সার্কেল টিমসহ অংশগ্রহণকারী সকল দলকে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন ও এএসপি মনিরুল ইসলাম।পবিত্র মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও দোয়া মুনাজাতে অংশগ্রহণ করেন মিরেশ্বরাই মডেল মসজিদের খতিব মাওলানা আরিফুল ইসলাম।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.