|| ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
কুড়িগ্রামে তিস্তা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
প্রকাশের তারিখঃ ৩১ মার্চ, ২০২৪
কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদী থেকে অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩০ মার্চ) দুপুরের দিকে উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা মাঝিপাড়া গ্রামের তিস্তা নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের পরনে কালো প্যান্ট ও হলদু রঙ্গের হাফ হাতা গেন্জি ছিলো।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরের দিকে নদী পারাপারের সময় তিস্তা নদীর চরে সকালে লাশটি দেখতে পাওয়া যায়। পরে জাতীয় জরুরী সেবা (৯৯৯) এ ফোন করলে উলিপুর থানা পুলিশ ঘটনা স্থলে এসে মরদেহটি উদ্ধার করে। ধারনা করা হচ্ছে মরদেহটি ৬-৭ দিন আগের।
উলিপুর থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) আযাহারুল ইসলাম জানান,মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তূজা বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.