|| ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ || ২৭শে জিলকদ, ১৪৪৬ হিজরি
ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন যুবদল নেতা আলমগীর
প্রকাশের তারিখঃ ৩১ মার্চ, ২০২৪
মুসলিম উম্মাহ সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন ছাগলনাইয়া পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মো. আলমগীর হোসেন।
রবিবার (৩১ মার্চ) সকালে বাঁশপাড়া তাঁর নিজ বাড়ির আঙ্গিনায় ব্যক্তিগত পক্ষ থেকে প্রায় শতাধিক সুবিধাভোগী মানুষদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ বিষয় জানতে চাইলে আলমগীর হোসেন জানান, ঈদকে সামনে রেখে অসহায়দের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছি। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক কাজী জসিম উদ্দিন, বিশেষ অতিথি যুগ্ন আহবায়ক আবদুল মোমিন ভুঁইয়া, পৌর বিএনপি যুগ্ন আহবায়ক আবুল খায়ের মজুমদার, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক তৌহিদুল ইসলাম শাকিল প্রমুখ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.